হোয়াটঅ্যাপে আরও একগুচ্ছ নতুন ফিচার যুক্ত হতে চলেছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপের স্টেস্টাস সেকশনের জন্য একাধিক নতুন ফিচার আসতে চলেছে। জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপের তরফে সম্প্রতি একথা জানানো হয়েছে। কী কী নতুন ফিচার আসতে চলেছে, আসুন এক নজরে দেখে নেওয়া যাক।
এতদিন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা স্টেস্টাসে শুধু ছবি এবং ভিডিও দিতে পারতেন। তবে নতুন ফিচার এলে, ছবি, ভিডিওর সঙ্গে ভয়েস রেকর্ডিং বা কোনও অডিও ক্লিপিং দেওয়া যাবে। জানা গিয়েছে ৩০ সেকেন্ড বা তার কম দৈঘ্যের অডিও কিল্পিং দিতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়াও ফেসবুকের ম্যাসেঞ্জারে কোনও স্টোরি দিলে, প্রফাইলের চারপাশে যেমন একটি ব্লু গোল দাগ দেখা যায় একই রকম দেখা যাবে হোয়াটসঅ্যাপেও। এছাড়াও শুধুমাত্র ইমোজির মাধ্যমেই কোনও হোয়াটসঅ্যাপ স্টেস্টাসের প্রতিক্রিয়া জানানো যাবে।
এছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রাইভেসির জন্য এডভান্স প্রাইভেসি সেন্টিংসও আনা হবে নতুন ভার্সনে। হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, নতুন ফিচার নিয়ে সমস্ত কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে গ্রাহকরা নতুন ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।
Comments are closed.