কলকাতাবাসী খুব শীঘ্রই আরও একটি নতুন রুটে মেট্রো পাচ্ছে। গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু হচ্ছে চলতি মাসেই। অর্থাৎ কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো খুব জলদি শুরু হচ্ছে। মেট্রো রেল সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী নভেম্বর মাসেই এই রুটে মেট্রো চালু হয়ে যাবে।
গড়িয়া থেকে এয়ারপোর্ট যাওয়ার পথে মেট্রো রুটে অভিষিক্তর কাছে একটি সমস্যা তৈরি হয়েছিল। মেট্রো রেল সূত্রে খবর, সেই সমস্যাটি মিটিয়ে ফেলা গিয়েছে। যার ফলে ট্রায়াল রান শুরুতে আরও কোনও বাধা নেই। জানা গিয়েছে, একটি নন এসি রেক দিয়ে আপাতত ট্রায়াল রান করা হবে।
কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত রয়েছে মোট পাঁচটি স্টেশন। মেট্রোর তরফে জানানো হয়েছিল, এক বছর আগেই ওই পাঁচ স্টেশনের কাজ শেষ হয়েছিল। শুধু অভিষিক্তর কাছে ওই জোটটির জন্যই আটকে ছিল। সেটি অতি সম্প্রতি মিটে যাওয়ায় ট্রায়াল রানের জন্য ছাড়পত্র মিলেছে। এবং সব ঠিক ঠাক এগোলে চলতি বছরের নভেম্বর মাসেই গড়িয়া থেকে রুবি মেট্রো চলা শুরু করবে।
Comments are closed.