স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে এবার কিছু নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। এবার হার্নিয়া, হাইড্রোসিল, দাঁতের অপারেশন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে শুধুমাত্র সরকারি হাসপাতালেই করা যাবে। অসুখ জটিল না হলে স্বাস্থ্যসাথীতে এইসব অপারেশন সরকারি হাসপাতালে করাতে হবে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সরকারি হাসপাতাল এখন অনেক উন্নত পরিকাঠামোযুক্ত। তাই সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে যদি চিকিৎসক অ্যাপেনডিক্স অপারেশন করে দেন, তবে সেই টাকাও দেবে না স্বাস্থ্যসাথী।
অগাস্ট মাসেই স্বাস্থ্যসাথী নিয়ে লিখিত নির্দেশ জারি করে রাজ্য সরকার। সেই নির্দেশিকায় বলা হয়, রাজ্যের সব বেসরকারি হাসপাতালগুলি স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা দিতে বাধ্য। আইনের কথা তুলে ধরে বলা হয়, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনও প্রকল্পের সুবিধা দিতে বাধ্য বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি। কড়া নির্দেশিকায় বলা হয়েছে, যে সব বেসরকারি হাসপাতাল এই প্রকল্পে সুবিধা দিতে পারবে না রোগীদের, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে রাজ্য। রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বাতিল হতে পারে ওই হাসপাতালের লাইসেন্স। উল্লেখ্য, স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় প্রত্যেক বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধে পায় প্রত্যেক পরিবার। চিকিৎসার যাবতীয় খরচ বহন করে রাজ্য সরকার। হাসপাতালে থাকাকালীন রোগীর সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা, ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। এই প্রকল্পের পরিষেবা পাওয়া যায় জেলার নথিভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল।
Comments are closed.