মলের আওতা থেকে বাদ নিউ মার্কেট, ছাড়পত্র কলকাতা পুরসভার
শনিবার থেকে আংশিক লকডাউনের নিয়ম মেনেই খোলা থাকবে নিউ মার্কেট
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল শপিং কমপ্লেক্স, রেস্তোরা, জিম ইত্যাদি। কিন্তু দু’দিন কাটতেই কলকাতা পুরসভার তরফে নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছে, শপিং মলের আওতা থেকে বাদ দেওয়া হল নিউ মার্কেটকে। এরপরেই শনিবার বিকেল ৫টা থেকে খুলে গেল নিউ মার্কেট।
শনিবার থেকে আংশিক লকডাউনের নিয়ম মেনেই খোলা থাকবে নিউ মার্কেট।
এ বিষয়ে পুর প্রশাসন ফিরহাদ হাকিম জানিয়েছেন, কোনও বাজার শপিং মল বিভাগে পড়ছে না। মল হচ্ছে যেখানে এসি থাকবে। মানুষজন আড্ডা দিতে পারবে। অনেক মানুষ জড়ো হবে। সেটাই হচ্ছে মল। কিন্তু নিউ মার্কেট তা নয়। ফিরহাদ আরও জানান, বিকেল ৫ টা থেকে ৭ টা পর্যন্ত খোলা থাকবে নিউ মার্কেট। ব্যবসায়ীদের আর্জি মেনে এই সিদ্ধান্ত নেওয়া বলে জানালেন ফিরহাদ হাকিম।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার থেকে রাজ্যে সমস্ত লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। অফিসে হাজিরাও ৫০ শতাংশ করা হয়েছে। নিত্য যাত্রীদের জন্য বরাদ্দ অর্ধেক সংখ্যক বাস-মেট্রো।
Comments are closed.