২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। চলতি মাসেই ৯ বছরে পা দিয়েছে তাঁর সরকার। সূত্রের খবর, সেই উপলক্ষ্যে ২৬ মে বা তার আশেপাশের কোনও একটি দিন নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও বিজেপির ৯ বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে একগুচ্ছ কর্মসূচি শুরু করছে পদ্ম শিবির।
সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় তৈরি হয়েছে নয়া সংসদ ভবনটি। ২০২০-এর ডিসেম্বর মাসে নতুন এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। টাটা গোষ্ঠীকে বরাত দেওয়া হয়েছিল নয়া সংসদ ভবন নির্মাণের। জানা গিয়েছে, মোট ৯৭০ কোটি টাকা ব্যয় করে গড়ে উঠেছে নতুন এই সংসদ ভবন। ৬৫ হাজার বর্গমিটার জুড়ে তৈরি নতুন এই ভবনটিতে একত্রে ১,২২৪ জন সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন। সংসদের দুই কক্ষেরই একত্রে অধিবেসন বসতে সুবিধে হবে এর জেরে। এছাড়াও নতুন এই ভবনটিতে থাকছে, একটি আধুনিক মানের বিশাল লাইব্রেরী, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা ও একাধিক কমিটি কক্ষ।
Comments are closed.