অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এবার কিছুটা দুঃখের খবর। হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপের জন্য এবার টাকা খরচ করতে হতে পারে ব্যবহারকারীদের। সম্প্রতি এমনই একটি তথ্য সামনে এসেছে।
২০১৮ সালে গুগল এবং মেটা অধিকৃত সংস্থা হোয়াটসঅ্যাপের মধ্যে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপ রাখার জন্য গুগল ড্রাইভে বিনামূল্যে আনলিমিটেড স্পেস পাবেন ব্যবহারকারীরা। তবে সম্প্রতি সেই চুক্তি শেষ হতে চলেছে। যে কারণে এবার থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা WhatsApp চ্যাট ব্যাকআপের জন্য গুগল ড্রাইভে সীমিত জায়গা পাবেন। তার বেশি স্পেস প্রয়োজন হলে তা টাকা দিয়ে কিনতে হবে ব্যবহারকারীদের।
বর্তমানে গুগল ড্রাইভে ১৫ জিবি পর্যন্ত স্পেস বিনামূল্যে পাওয়া যায়। এবার থেকে হোয়াটসঅ্যাপ ইউজারদের চ্যাট হিস্ট্রি ব্যাকআপ নেওয়ার জন্য আরও বেশি সতর্ক থাকতে হবে, মেপে জায়গা ব্যবহার করতে হবে। কারণ ফ্রি স্টোরেজ শেষ হলে গ্যাটের কড়ি খরচ করে স্টোরেজ কিনতে হতে পারে ইউজারদের। যদিও এ নিয়ে মেটার তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
Comments are closed.