ট্যুইটারের ঘাড়ে নিশ্বাস ফেলছে ‘থ্রেডস’; শুরুতেই ৫০ মিলিয়ন প্রফাইল 

সম্ভবনা ছিলই। লঞ্চের শুরুতেই দেখা গেল জনপ্রিয়তার তুঙ্গে মেটার নতুন অ্যাপ থ্রেডস। জানা গিয়েছে, এর মধ্যেই ৫০ মিলিয়ন প্রফাইল হয়ে গিয়েছে থ্রেডসে। ৯৫ মিলিয়নের বেশি পোস্ট হয়ে গিয়েছে থ্রেডস অ্যাপে। এর পাশাপাশি ১৯০ মিলিয়নেরও বেশি বার এই অ্যাপকে লাইক করেছেন ইউজাররা। 

মূলত, ট্যুইটারের প্রতিযোগি হিসেবেই থ্রেডসকে বাজারে এনেছে মেটা। আর শুরুর দিন থেকেই কার্যত শীর্ষে জুকার বার্গের নতুন এই app। আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই মাধ্যমেই সমানভাবে জনপ্রিয়তা পাচ্ছে এটি। The Verge- এর তথ্য অনুসারে বর্তমানে অ্যাপেল অ্যাপ স্টোরে শীর্ষে রয়েছে মেটা’র থ্রেড অ্যাপ। 

কিন্তু শুরুতেই এই জনপ্রিয়তার কারণ কী? প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই অ্যাপে সাইন ইন করা অনেক সহজ। ইনস্টাগ্রামে একাউন্ট থাকলে সেই আইডি দিয়েই থ্রেডসে সাইন ইন করা যাচ্ছে। আলাদা করে ব্যবহারকারীদের তথ্য দিতে হচ্ছে না। ইনস্টাগ্রামের ইউজার আইডিই থ্রেডসের ইউজার করা হয়েছে। মূলত ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের ডেটাবেসই থ্রেডসে কাজে লাগানো হয়েছে। আসলে ইনস্টাগ্রামের জন্য মেটার যে টেকনিক্যাল টিমটি কাজ করে তারাই নতুন অ্যাপটি বানিয়েছে। যে কারণেই ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা খুব সহজেই থ্রেডস অ্যাপ-এ একাউন্ট খুলতে পারছে। 

Comments are closed.