বাংলায় ৪ জনের দেহে করোনার নতুন সাব ভ্যারিয়েন্টের হদিশ, ১ জন কলকাতার

ফের করোনা আতঙ্ক। বাংলায় ৪ জনের শরীরে করোনার নতুন সাব ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ৩ জন নদীয়ার বাসিন্দা। বাকি ১ জন কলকাতার বাসিন্দা। তাঁরা প্রত্যেকে আমেরিকা ফেরত। ডিসেম্বরে প্রত্যেকে কলকাতায় ফিরেছে। করোনা সংক্রমণের রিপোর্ট আসার পরেই জিনোম সিকোয়েন্সিংয়ে জানা যায়, করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7 সংক্রমিত হয়েছেন তাঁরা। তবে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে প্রত্যেকেই সুস্থ রয়েছেন।

এর আগে গুজরাত, ওড়িশাতেও ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7-এর হদিশ পাওয়া গিয়েছিল। এবার বাংলাতেও হদিশ পাওয়া গেল।  উল্লেখ্য, করোনার আলফা, ডেল্টা, ওমিক্রন ভ্য়ারিয়েন্টের কবলে পড়েছে গোটা বিশ্ব। এবার চোখ রাঙাচ্ছে ওমিক্রনের BF.7 সাব ভ্যারিয়েন্ট। চিন, ব্রাজিলের মতন দেশে ভয়াবহ রূপ নিয়েছে এই ভাইরাস। ভারতেও এই ভাইরাস ধরা পড়েছে। ইতিমধ্যেই বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বুস্টার ডোজের ওপর জোর দেওয়া হচ্ছে।

Comments are closed.