ফের একটি নতুন চমকপ্রদ ফিচার যোগ হতে চলেছে Whatsapp-এ। ম্যাসেজ পাঠিয়ে তা ডিলিট করে দেওয়ার ফিচার তো আগে থেকেই চালু ছিল। এবার তার সঙ্গে নতুন একটি ফিচার সংযোজন হতে চলেছে। এবার থেকে কোনও ম্যাসেজ পাঠানোর পরেও তা এডিট করা যাবে। জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপটির তরফে জানানো হয়েছে, আপাতত নতুন এই ফিচার নিয়ে টেকনিক্যাল টিম কাজ করছে। খুব শীঘ্রই ব্যাহারকারীদের ফোনে মিলবে নতুন এই ফিচার।
ফোনে হোয়াটস্যাপ থাকা এখন এক প্রকার বাধ্যতামূলক হয়ে গিয়েছে। পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত জীবন। যোগাযগের জন্য আমাদের কার্যত মূল মাধ্যমই হচ্ছে হোয়াটস্যাপ। অনেক সময়ই আমরা তাড়াহুড়োতে ম্যাসেজ পাঠাতে গিয়ে ম্যাসেজে কোনও জরুরি কথা উল্লেখ করতে ভুলে যাই বা বানান ভুল হয়। এরকম একাধিক কারণে ফের নতুন ম্যাসেজ টাইপ করতে হয়। তবে নতুন এই ফিচার চালু হলে আর সেসব করতে হবে না। কোনও ম্যাসেজ পাঠানোর পর ব্যবহারকারীরা ১৫ মিনিট টাইম পাবেন সেই ম্যাসেজ এডিট করার। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে পাঠানো ম্যাসাজের মধ্যে শুধু মাত্র নতুন করে কোনও শব্দ যোগ করা যাবে বা মোছা যাবে। তবে একবার ম্যাসেজ পাঠানো হয়ে গেলে তার মধ্যে কোনও মিডিয়া ফাইল অর্থাৎ ছবি বা ভিডিও এড করা যাবে না।
Comments are closed.