রাজ্যে তৃতীয় বন্দে ভারত, সপ্তাহে কদিন চলবে, কোন কোন স্টেশনে দাঁড়াবে? জেনে নিন বিস্তারিত 

হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের পর ফের রাজ্যে আরও একটি বন্দে ভারত। যদিও এটি ছাড়বে আসাম থেকে। পৌঁছবে নিউ জলপাইগুড়ি। সোমবারই ভার্চুয়ালি নতুন বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন উদ্বোধন হলেও জানা গিয়েছে, ৩১ মে থেকে ট্রেনটি সাধারণ মানুষের জন্য পরিষেবা শুরু করবে। ট্রেনটি কোন কোন স্টেশন দাঁড়াবে? সপ্তাহে কদিন পরিষেবা দেবে? কোন কোন সময় ছাড়বে, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 

রেলের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ট্রেনটি চলবে। এনজিপি থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৬টা বেজে ১০ মিনিটে। আসামের গুয়াহাটি পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে। আবার গুয়াহাটি থেকে বিকেল ৪টে বেজে ৩০ মিনিটে ছাড়বে। এনজিপি এসে পৌঁছবে রাত ১০ টায়। উদ্বোধনের দিন ট্রেনটি বেশ কয়েকটি স্টেশনে দাঁড়াবে বলে জানা গিয়েছে। তবে বাণিজ্যিক পরিষেবা শুরুর পর সব স্টেশনে দাঁড়াবে না সেমি হাইস্পিড ট্রেনটি। ট্রেনটি গুয়াহাটি ও এনজেপির মাঝে কামাক্ষ্যা, চাংসারি, নিউ বনগাঁইগাঁও,কোকড়াঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, রানিনগর জলপাইগুড়ি স্টেশনে থামবে। রেলের দাবি, এই তৃতীয় বন্দে ভারতে উত্তরবঙ্গের মানুষ ব্যাপক লাভবান হবে। 

Comments are closed.