বাংলা আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে। রেল মন্ত্রক সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, নতুন বন্দে ভারত এক্সপ্রেস বাঙালির অন্যতম প্রিয় পর্যটন স্থল পুরী পর্যন্ত চলবে।
রেলের তরফে খবর, চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরি থেকে ইতিমধ্যেই নতুন ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। খুব শীঘ্রই সেটি হাওড়া স্টেশনে এসে পৌঁছবে। জানা গিয়েছে, আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারির শুরুতেই হাওড়া থেকে পুরী রুটে নতুন বন্দে ভারত চলবে। নতুন ট্রেনের ঘোষণায় স্বাভাবিক কারণেই রাজ্যবাসী খুশি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চলতে শুরু করেছে। ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরুর দিন থেকে একাধিক কারণে খবরের শিরনামে উঠে এসেছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। তবে উত্তরবঙ্গ ভ্রমণের জন্য নতুন ট্রেনের চাহিদাও তুঙ্গে। অনেককেই টিকিটের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে।
বাঙালির ভ্রমণ মানেই পুরী, দার্জিলিং এক্কেবারে শীর্ষে। আগেই উত্তরবঙ্গের জন্য বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। এবার পুরীর জন্য শুরু হওয়ায়, ভ্রমণপ্রিয় বাঙলীর বেশ সুবিধা হবে বলেই রেলের দাবি।
Comments are closed.