আগেই জানা গিয়েছিল আরও একটি বন্দে ভারত পাচ্ছে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবারই নতুন রেক এসে পৌঁছাল সাঁতরাগাছি স্টেশনে। নতুন বন্দে ভারত কোন রুটে চলবে তা নিয়ে একটা জল্পনা চলছেই। তবে রেল সূত্রে খবর, নতুন ট্রেনটি খুব সম্ভবত হাওড়া-পুরী রুটে চলতে পারে।
হাওড়া জলপাইগুড়ি রুটের পর নতুন ট্রেনটি কোন রুটে চলবে তা নিয়ে বেশ কয়েকটি নাম নিয়ে জল্পনা ছিলই। রেল বোর্ডের কাছে অনেকগুলি আবেদনই জমা পড়েছিল। যার মধ্যে ছিল হাওড়া – পুরী, হাওড়া – কটক, হাওড়া – বেনারস, হাওড়া – পটনা ও নিউ জলপাইগুড়ি থেকে অসমের ডিব্রুগড়। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, হাওড়া থেকে পুরী এই রুটিতেই নতুন বন্দে ভারত চলার সম্ভবনা বেশি।
উল্লেখ্য, বন্দে ভারতের করে এখন মাত্র সাড়ে সাত ঘন্টাতেই হাওড়া থেকে জলপাইগুড়ি পৌঁছে যাওয়া যাচ্ছে। সর্বচ্চ ১৬০ কিমি বেগে ট্রেনটি ছুটতে পারলেও পশ্চিমবঙ্গে ট্র্যাকের কারণে ট্রেনের গতিবেগ ১০০ থেকে ১১০ কিমি প্রতি ঘন্টা রাখা হয়েছে। সেমি হাইস্পিড এই ট্রেন নিয়ে বাঙালি পর্যটকদের মধ্যেও তুঙ্গে উৎসাহ। এই আবহে হাওড়া পুরী রুটে নতুন বন্দে ভারত চললে পাহাড়ের মতো বাঙালির হাতের নাগলে সমুদ্রও চলে আসবে।
Comments are closed.