নতুনভাবে সেজে উঠেছে পাহাড়, জল, জঙ্গলে ঘেরা মাইথন, মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া দুটি ‘স্বাগতম’ তোরণের উদ্বোধন
কোভিডের কারণে ২ বছর শীতের পিকনিক থেকে বঞ্চিত ছিল সাধারণ মানুষ। ঝটিকা সফরেও যেতে পারেননি অনেকে। আসানসোলের পাহাড়, জল, জঙ্গল ঘেরা মাইথন। এবার শীত প্রায় এসেই গিয়েছে বলা যায়। আসানসোলে তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটাই নীচে। তাই মানুষ ছুটির দিনে ভিড় জমাচ্ছেন মাইথনে। নতুনভাবে সাজানো হয়েছে মাইথনকে। পর্যটকদের স্বাগত জানাতে এবার মাইথনে তৈরি হয়েছে ২ টি প্রবেশ তোরণ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি দেওয়া স্বাগতম লেখা তোরণ দুটি রবিবার উদ্বোধন করেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।
এদিন মাইথনের ড্যামে ঘুরে পিকনিক স্পটগুলি পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মাইথন নতুনভাবে সেজে ওঠায় খুশির হাওয়া স্থানীয় নৌচালকদের মনে। এদিন বিধায়ক কথা বলেন নৌকাচালকদের সঙ্গেও। পর্যটকদের নিরাপত্তা নিয়ে তিনি আলোচনা করেন নৌ ব্যবসায়ীদের সঙ্গে। এবার বাধ্যতামূলক করা হবে লাইফ জ্যাকেট। বিধায়কের কথায়, দলের তরফে এখানে শিবির করা হবে। পর্যটকদের অসুবিধা হলে দলের ছেলেরা পাশে দাঁড়াবেন। তিনি কথা বলেন স্থানীয় হোটেল ব্যবসায়ীদের সঙ্গেও। হোটেল ব্যবসায়ীদের কথায়, কোভিড আতঙ্ক কাটিয়ে নতুনভাবে সেজে উঠেছে। এই শীতে পর্যটকদের ভিড় হবে। তাই পর্যটকদের নিরাপত্তা ও পরিষেবা দিতে আমরাও তৎপর।
গত বছরের থেকে এইবছর মাইথনে পার্কিং ফি কমানো হয়েছে। বাসের ক্ষেত্রে পার্কিং ফি কমিয়ে ২০০ টাকা করা হয়েছে। গাড়ির পার্কিং ফি ছিল ১২০ টাকা থেকে ১০০ টাকা করা হয়েছে। ফেস্টুন লাগিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে বলে দেওয়া হয়েছে, প্লাস্টিক, থার্মোকল ব্যবহার না করতে। মদ বা মাদকজাতীয় দ্রব্য ব্যবহার না করার কথা বলা হয়েছে। মাইথনের পাশাপাশি আসানসোলের বিখ্যাত কল্যাণেশ্বরীর মন্দিরকেও নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে।
Comments are closed.