NHRC রিপোর্টে কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় একাধিক তৃণমূল নেতা-মন্ত্রী, বিজেপির কমিশন বলে পাল্টা কটাক্ষে TMC
জাতীয় মানবাধিকার কমিশনের জমা দেওয়া রিপোর্টে কুখ্যাত দুষ্কৃতীদের তালিকায় তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়কের নাম।
রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে NHRC কলকাতা হাইকোর্টের কাছে কুখ্যাত দুষ্কৃতীদের যে নামের তালিকা জমা দিয়েছে, তাতে নাম রয়েছে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক পার্থ ভৌমিক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। নন্দীগ্রামে মমতা ব্যানার্জির নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান, কলকাতা পুরসভার ওয়ার্ড কোঅর্ডিনাটর জীবন সাহারও নাম রয়েছে।
এই রিপোর্টের খবর প্রকাশ্যে আসতেই সমস্ত অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা, মন্ত্রীরা। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, পশ্চিমবঙ্গের একটাও থানাতে আমার নামে কেউ কোনও অভিযোগ দেখাতে পারলে আমি তাঁকে পুরস্কৃত করব। এই বিষয় আমার কিছু বলার নেই, দল নির্দেশ দিল কমিশনের বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি। একই সুর বিধায়ক পার্থ ভৌমিকের গলাতেও। তৃণমূলের বাকি নেতারাও এই রিপোর্টকে পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ্য করেন। নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের কটাক্ষ, জাতীয় মানবাধিকার কমিশন এখন বিজেপির মানবাধিকার কমিশন হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীর নির্দেশেই ওরা এসব করছে।
উল্লেখ্য রাজ্যের ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি দল তদন্ত করে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টের ছত্রে ছত্রে রাজ্যের ভূমিকার তীব্র সমালোচনা করা হয়েছে। রিপোর্টে কমিশনের পরামর্শ, এই মামলার বিচার পর্ব যেন পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনও রাজ্যে করা হয়।
Comments are closed.