ভাটপাড়ায় তৃণমূলের প্রতিনিধিদল, ঘুরে দেখলেন পরিস্থিতি, কথা স্থানীয়দের সঙ্গে, মৃতদের পরিবারকে চাকরির আশ্বাস

ভাটপাড়ায় গেল তৃণমূলের প্রতিনিধি দল। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও ছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পূর্ণেন্দু বসু, ব্রাত্য বসু, তাপস রায়, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য এবং উত্তর ২৪ পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।
প্রথমে ভাটপাড়ায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতারা। সেখানে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ করেন স্থানীয়রা। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পর ফিরহাদ হাকিমরা যান ভাটপাড়া থানায়। সেখানেই তখন উপস্থিত ছিলেন বারাকপুর কমিশনারেটের সিপি মনোজ ভার্মা। সিপির সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন ফিরহাদ, সুব্রত, জ্যোতিপ্রিয় মল্লিকরা। থানা থেকে বেরিয়ে ফিরহাদ হাকিম জানান, ভাটপাড়া ক্রমেই স্বাভাবিকতার পথে। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে ফিরহাদ বলেন, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতীদের এনে এখানে তাণ্ডব চালিয়েছে বিজেপি। অর্জুন সিংহের দলবলের বিরুদ্ধেও ব্যাপক হিংসা চালানোর অভিযোগ করেন ফিরহাদ। বারাকপুরের বিজেপি সাংসদকে গ্রেফতারেরও দাবি জানান তিনি। মৃত রামবাবু সাউ ও ধরমবীর সাউয়ের পরিবারকে সোমবার সিপি মনোজ ভার্মা নবান্নে নিয়ে যাবেন। সেখানেই তাঁদের চাকরির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি, গোলমালে ক্ষতিগ্রস্তদেরও আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। ফিরহাদ হাকিম বলেন, তাঁরা এক সপ্তাহ পর ফের আসবেন ভাটপাড়ায়। এলাকায় বসে থেকে পরিস্থিতি খতিয়ে দেখবেন।

Comments are closed.