১২ এপ্রিলই বালিগঞ্জ এবং আসানসোল কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। রাজ্যের আবেদন অনুযায়ী ভোটের দিন বদলের সম্ভবনা খুবই কম। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর।
সোমবারই রাজ্যের তরফে কমিশনকে চিঠি দিয়ে ভোটের দিন বদলের আবেদন জানানো হয়। উচ্চমাধ্যমিক চলাকালীন ভোট হলে সমস্যা হবে এই যুক্তিতে ভোট পেছনের আবেদন করে নবান্ন। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, বাবুল সুপ্রিয় গত বছর ১৯ অক্টোবর আসানসোলের সাংসদের পদ থেকে ইস্তফা দেন। নিয়ম অনুযায়ী কোনও বিধানসভা বা লোকসভা কেন্দ্রে জনপ্রতিনিধি না থাকলে ৬ মাসের মধ্যে উপনির্বাচন করাতে হয় কমিশনকে। সেক্ষত্রে আগামী ১৮ এপ্রিল ছয় মাসের মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে ভোট না হলে সাংবিধানিক জটিলতা দেখা দিতে পারে। একই ভাবে বালিগঞ্জ কেন্দ্রটিও অনেকদিন জনপ্রতিনিধি শূন্য। নির্বাচন কমিশন সূত্রে খবর, এইসমস্ত কারণের জন্যই রাজ্যের আবেদনে ভোটের দিন পেছনের সম্ভবনা খুবই কম।
এদিকে দুই কেন্দ্রেই তৃণমূলের তরফে জোর কদমে প্রচার শুরু হয়েছে। ইতিমধ্যেই দেওয়াল লিখনের মাধ্যমে বালিগঞ্জ কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। এদিকে কয়েকদিনের মধ্যেই আসানসোল প্রচার শুরু করবেন অভিনেতা তথা বর্ষীয়ান রাজনীতিক শত্রুঘ্ন সিনহা।
Comments are closed.