কৃষিজাত পণ্য পরিবহণে গতি আনতে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। পয়লা এপ্রিল থেকে রাজ্যের সমস্ত কৃষি পণ্য চেকপোস্ট তুলে দেওয়া হবে। এর ফলে রাজ্যে কৃষি পণ্য পরিবহণে আর কোনও বাধা থাকবে না। বুধবার নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।
রাজ্যে মোট ১০৯ টি চেকপোস্ট রয়েছে। এগুলো চালায় বিভিন্ন রেগুলেটেড মার্কেট কমিটি। সেই চেক পোস্টে কৃষি পণ্য বহনকারী ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হত। এতে রাজ্যে কৃষি পণ্য পরিবহণে সময় বেশি লাগত। এ বিষয়ে রাজ্য সরকারের কাছে বারবার অভিযোগও জানিয়েছিল সংশ্লিষ্ট পক্ষ। এবার তাদের সুরাহা দিতে চেকপোস্টই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
বুধবার নবান্নে দাঁড়িয়ে মমতা বলেন, প্রতিটি গাড়ি চেক করতে প্রচুর সময় নষ্ট হয়। শ্লথতার জেরে নষ্ট হয় কৃষিজ পণ্য এবং মাছ। এই পরিস্থিতির অবসানে এবার চেকপোস্টই তুলে দেওয়া হল। আগামী পয়লা এপ্রিল থেকে রাজ্যে কৃষি পণ্য চেকপোস্ট তুলে দেওয়া হচ্ছে। রাজ্যের ১০৯ টি চেকপোস্টে কর্মরত ৬৫০ জন কর্মীর কারও চাকরি যাবে না বলেও জানিয়েছেন মমতা। কিষাণ মান্ডি ও কৃষক বাজারে ওই কর্মীদের নিয়োগ করা হবে।
Comments are closed.