স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন পেতে গেলে ইনকাম সার্টিফিকেট দিতে হবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন পেতে গেলে বাবা-মাকে ইনকাম সার্টিফিকেট দিতে হবে না। বৃহস্পতিবার নেতাজী ইন্ডোরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান অনুষ্ঠাএ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন মুখ্যমন্ত্রী জানান, কেউ কেউ বলছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেতে হলে বাবা-মাকে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দিতে হবে। কিন্তু এটা ভুল। এটা এখন তুলে দেওয়া হয়েছে। এটা নিয়ে ভুল বোঝাবুঝির কোনও জায়গা নেই। ভালো চিন্তা মানুষকে মানসিকভাবে বিকশিত করে।

এই কার্ডের দৌলতে উচ্চশিক্ষার জন্য বাংলার ছেলে মেয়েদের মাত্র ৪ শতাংশ হারে সুদের বিনিময়ে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। সেই ঋণ পরবর্তী ১৫ বছর ধরে শোধ করা যায়। ৪০ বছর বয়স পর্যন্ত এই ঋণের জন্য আবেদন করা যায়। বাংলায় এখনও পর্যন্ত প্রায় ২৪ হাজার ছাত্রছাত্রী এই প্রকল্পের মাধ্যমে ঋণ পেয়েছে। যার মূল্য আনুমানিক ৬৫০ কোটি টাকা।

এদিন মমতা ব্যানার্জি আরও বলেন, বাইরে পড়তে গেলেও মাতৃভূমিকে ভুলে যেওনা। আগামিদিনে তোমরা অনেক নাম করবে। ৮০ লক্ষ ছাত্রী কন্যাশ্রী স্কলারশিপ পেয়েছে। ১০ বছরে ৩০ টি বিশ্ববিদ্যালয় ও ৫১ টি কলেজ হয়েছে। রাজ্যে এখন ড্রপ আউট কমেছে। এখন সরকারি স্কুলের পড়ুয়ারাও ৮০ থেকে ৯০ শতাংশ নম্বর পাচ্ছে। সিবিএসসি এবং আইসিএসই পড়ুয়াদের সঙ্গে টক্কর দিচ্ছে সরকারি স্কুলের পড়ুয়ারা।

রাজনৈতিক কারণে অর্থনৈতিকভাবে আমাদের হেনস্থা করছে কেন্দ্র। বন্ধ করে দেওয়া হয়েছে ১০০ দিনের টাকা। বাংলার ঘর তৈরি করার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। ইউজিসির টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। পিএইচডি করতে গিয়ে ছেলেমেয়েরা যে টাকা পেত তা দেওয়া হচ্ছে না। এই টাকা কেন্দ্র এখান থেকে তুলে নিয়ে যায়। তার একটা অংশ দেয়। এটা কেন্দ্রের টাকা নয়।

Comments are closed.