‘প্রিয় দিদির সঙ্গে দারুন সময় কাটালাম’; কন্যাশ্রী সহ রাজ্যের একাধিক প্রকল্পের প্রশংসা করে ট্যুইট নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর
নারী প্রচার, বাল্য বিবাহ এবং নারী ক্ষমতায়নে কন্যাশ্রী, স্বয়ংসিদ্ধার মতো প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে রাজ্য সরকারের প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা করে ট্যুইট করলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী কৈলাস সত্যার্থী। নোবেলজয়ীকে ট্যুইটে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন মমতা ব্যানার্জি।
বৃহস্পতিবার নিউটাউন রাজারহাটে শুরু হওয়া মানব পাচার বিরোধী একটি সম্মলনে যোগ দিতে কলকাতায় এসেছিলেন নোবেলজয়ী। সম্মলেনের ফাঁকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করে উচ্ছাসিত নোবেলজয়ী ট্যুইটে লিখেছেন, প্রিয় দিদি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা হল। কন্যাশ্রী, স্বয়ংসিদ্ধার মতো তাঁর সামাজিক প্রকল্পগুলো নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। নারী ক্ষমতায়ন, নারী পাচার, বাল্য বিবাহ রোধে রাজ্যের এই প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। নোবেলজয়ীর ট্যুইটে উত্তরে মুখ্যমন্ত্রী তাঁকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিশুদের জন্য এই বিশ্বকে আরও নিরাপদ, সুখী এবং উজ্জ্বল করে তোলার চেষ্টা করি।
It was wonderful meeting dear sister West Bengal Chief Minister @MamataOfficial in Kolkata today. We had a fruitful discussion on her commendable social welfare schemes ‘Kanyashree’ & ‘Swangsiddha’ which go a long way in empowering girls & preventing child marriage & trafficking. pic.twitter.com/M8UwHA3A7X
— Kailash Satyarthi (@k_satyarthi) July 28, 2022
উল্লেখ্য, এর আগেও কম্যাশ্রীর মতো রাজ্য সরকারের প্রকল্পগুলো একাধিক জায়গায় প্রশংসিত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রশংসিত হয়েছে। শিশু প্রচার রুখতেও রাজ্য সরকার স্বয়ংসিদ্ধা প্রকল্পের সূচনা করে।
Comments are closed.