মনোনয়ন জমা দিলেন ফিরহাদ হাকিম, সঙ্গে ছিলেন স্ত্রী, কন্যা

কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হয়েছেন ফিরহাদ হাকিম। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর রবিবারই এলাকায় প্রচার করতে দেখা গেছে ফিরহাদ হাকিমকে। এরপর সোমবার বেলায় তাঁকে দেখা গেল শহরের সার্ভে বিল্ডিংয়ে। সেখানে নিজের মনোনয়ন দাখিল করলেন ফিরহাদ।

এদিন মিছিল করে মনোনয়ন জমা দিতে যান ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, কন্যা। সাংবাদিকদের সামনে তিনি জানান, কলকাতার মানুষ যেন ঠিকমতন পরিষেবা পান সেদিকেই তিনি নজর দেবেন তিনি। গত বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন কলকাতা পুরসভা ভোটের দিন ঘোষণা করে। বলা হয়েছিল, মনোনয়ন দাখিল করার শেষ দিন ১ ডিসেম্বর। তাই সোমবার মনোনয়ন জমা করলেন ফিরহাদ হাকিম।

ভোটকুশলী প্রশান্ত কিশোর আগেই বলেছিলেন, ‘এক ব্যক্তি এক পদ’ নীতি মেনেই যেন পুরভোটের ভোটের প্রার্থী নির্ধারণ করা হয়। কিন্তু মমতা ব্যানার্জি সেই নীতি মানেননি। তিনি কলকাতা পুরসভার জন্য প্রার্থী তালিকায় ঠাঁই দিয়েছেন পরিবহণমন্ত্রী তথা কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র ও পুরপ্রশাসক ফিরহাদ হাকিমকে।

Comments are closed.