করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক চলাকালীন উত্তরবঙ্গের ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর পেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরেই টুইট করে শোকপ্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীর কাছে খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়। বিকানের-গৌহাটি এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যূত হয়। একটি বগির উপর উঠে যায় আরেকটি বগি। এখনও পর্যন্ত ৭জনের মৃত্যু হয়েছে। ময়নাগুড়ি ও জলপাইগুড়ি হাসপাতালে কমপক্ষে ২০ জনের চিকিৎসা চলছে।
এরপরেই টুইট করে মমতা ব্যানার্জি লেখেন, ট্রেন দুর্ঘটনায় মর্মাহত। উত্তরবঙ্গের ডিএম, এসপি, আইজি ঘটনার তদারকি করছেন। অসুস্থদের সুস্থ করে তোলার চেষ্টা করছেন।
কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই বৈঠক চলাকালীন দুর্ঘটনার খবর পান মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যসচিবকে ফোন করেন। মুখ্যমন্ত্রীর থেকে খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
Comments are closed.