উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রবিবার উত্তরবঙ্গ যাচ্ছেন তিনি। সোমবার কার্শিয়ঙে প্রশাসনিক বৈঠক রয়েছে তৃণমূল নেত্রীর।
এরপর মঙ্গলবার ও বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মমতা ব্যানার্জি। তৃণমূল সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৮ তারিখ কলকাতায় ফিরে আসছেন তিনি। জানা গিয়ছে, এই মাসেই গোয়া যেতে পারেন মমতা ব্যানার্জি। গোয়া বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সফর যথেষ্ঠ গুরূত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই গোয়ায় নিজেদের জায়গা করে নিতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল।
Comments are closed.