জায়গায় জায়গায় শীতলকুচি হবে, মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। বুধবার বেলা ১০টার মধ্যে নোটিশের উত্তর দিতে বলা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, এখনও কোনও নোটিশ পাননি। পেলে দেখা যাবে।
চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। এরপরেই একটি জনসভায় বিজেপির রাজ্য সভাপতিকে বলতে শোনা যায়, বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। দিলীপ ঘোষের এই মন্তব্যে শুরু হয় তোলপাড়। শাসক দলের পক্ষ থেকে দিলীপ ঘোষের এই মন্তব্যের জন্য কমিশনে চিঠি পাঠানো হয়। দিলীপ ঘোষের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার দাবি জানিয়েছে বামেরা। এরপর দিলীপ ঘোষকে নোটিশ কমিশনের।
এদিকে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের জন্য শুভেন্দু অধিকারীকেও নোটিস দিয়েছিল কমিশন। তার উত্তর শুভেন্দু দিয়েছেন বলে জানিয়েছিলেন খোদ অমিত শাহ। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর জবাবে কমিশন সন্তুষ্ট নয়। তাঁকে সতর্ক করে এই দফায় ছেড়ে দেওয়া হতে পারে বলে একটি সূত্রের খবর।
Comments are closed.