এবার শিলিগুড়ি থেকে ঢাকা যাওয়া যাবে সরকারি বাসে। সেই উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। এতে যাত্রীদের জন্য খরচ হবে অনেক কম। প্রাথমিকভাবে আলোচনা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্তারা। এক বেসরকারি বাস কোম্পানির সঙ্গে চুক্তি করেছে NBSTC । সেই চুক্তি অনুযায়ী বাস ফুলবাড়ি সীমান্ত হয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করবে। যদিও বাসের ভাড়া এখনও ঠিক হয়নি।
সোমবার এই বিষয়ে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে একটি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্তারা। ছিলেন বেসরকারি বাস সংস্থার সদস্যরা। বৈঠক শেষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতীম রায় বলেন, শিলিগুড়ি থেকে নেপাল পর্যন্ত বাস পরিষেবা চালু করায় যাত্রীদের অনেক সুবিধা হয়েছে। যাত্রীদের মধ্যে এই রুটের বাসের চাহিদাও বেড়েছে। তাই ফুলবাড়ি সীমান্ত হয়ে বাংলাদেশ পর্যন্ত বাস চালানোর চিন্তা ভাবনা চলছে।
উল্লেখ্য, কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গেও এবার সি এন জি চালিত বাস চলবে। এই বাসগুলি কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত চলবে। এরজন্য ৭ টি গ্যাস রিফিলিং সেন্টার তৈরির কাজ চলছে। এই বাস চালানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৬ কোটি টাকা দেওয়া হয়েছে ইতিমধ্যে। কয়েকমাস আগে শিলিগুড়ি থেকে নেপালের কাঠমাণ্ডু পর্যন্ত বাস পরিষেবা চালু হয়েছিল। এই পরিষেবায় সাফল্য পেয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।
Comments are closed.