রাজ্যে নতুন করে আরও ১৭০০ টি রেশন দোকান খুলতে চলছে। সম্প্রতি খাদ্য দফতরের তরফে অনুমোদন মিলেছে। এর মধ্যে ১২৫টি দোকানকে ইতিমধ্যেই লাইসেন্স দেওয়া হয়ে গিয়েছে বলে খবর। রাজ্যে বর্তমানে ২০ হাজার রেশন দোকান চালু রয়েছে। খাদ্য দফতরের তরফে জানা গিয়েছে, রেশন দোকান থাকলেও, কোনও কোনও এলাকায় গ্রাহক সংখ্যা এত বেশি যে, রেশনের জন্য দীর্ঘক্ষণ লাইন দিতে হয়। গ্রাহকদের এই ভোগান্তির হাত থেকে রেহাই দিতেই রেশন দোকান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের খাদ্য দফতর।
মাস কয়েক আগেই রেশন দোকানের ডিলারশিপের জন্য খাদ্য দফতরের তরফে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। জানা গিয়েছে মোট ১৮০০টি আবেদন পত্র জমা পড়েছিল। যার মধ্যে থেকে ১৭০০ টি আবেদন মঞ্জুর করা হয়েছে। জানা গিয়েছে, বিভিন্ন জেলায় গ্রাহকের সংখ্যা বিচার করে সেই মতো আবেদন মঞ্জুর করা হয়েছে। দেখা গিয়েছে, কোনও কোনও অঞ্চলে রেশন দোকান প্রতি গ্রাহকের সংখ্যা ১৫ থেকে ২০ হাজার। খাদ্য দফতরের তরফে গাইডলাইন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, কোন কোন দোকানের জন্য কতজন গ্রাহক থাকবে। সেই মতোই কয়েকটি জায়গায় দোকানের সংখ্যা আরও বাড়ানো হবে বলে খবর।
Comments are closed.