নারকেলডাঙা থানায় হাজিরা দিলেন না নূপুর শর্মা। সোমবার নারকেলডাঙা থানায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল পুলিশ৷ কিন্তু মেল করে নূপুর শর্মা জানিয়ে দেন, তিনি এদিন হাজিরা দিতে পারবেন না। চার সপ্তাহ সময় চেয়েছেন তিনি৷ বিক্ষোভের জেরে তাঁর প্রাণ সংশয়ের সম্ভানা রয়েছে বলে আশঙ্কা নূপুরের। পুলিশ তাঁর মেলের বয়ান খতিয়ে দেখছে৷
কলকাতার পাশাপাশি নূপুরের বিরুদ্ধে কাঁথি থানাতেও অভিযোগ দায়ের হয়েছে৷ হিংসায় উস্কানি,ধর্মীয় ভাবাবেগে আঘাত ও শত্রুতা তৈরি করার অভিযোগে বাংলার বাইরেও একাধিক থানায় নুপূর শর্মাকে সমন পাঠায় পুলিশ। ১১ জুন মুম্বই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সমন পাঠিয়েছিল৷ কিন্তু তাতে সাড়া দেননি তিনি। এরপর মুম্বই পুলিশের একটি টিম দিল্লি যায়৷ কিন্তু সেখানে তাঁর দেখা পাওয়া যায়নি।
উল্লেখ্য, নুপূর শর্মা ইস্যুতে সোমবার উত্তাল হয় রাজ্য বিধানসভা। বাংলা সবসময়ে শান্তির পক্ষে, শান্তি বজায় রেখেছে। এই মর্মে সোমবার রাজ্য বিধানসভায় নুপূর শর্মার বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব পেশ করেন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, কছু নেতাদের বক্তব্যকে একেবারেই সমর্থন করি না। বাংলার কিছু জায়গায় গণ্ডোগোল হয়েছে। এটা একেবারেই উচিত হয়নি। তবে যারা ঝামেলা করেছে, তাদের গ্রেফতার করা হয়েছে।
Comments are closed.