চাঞ্চল্যকর VIDEO শেয়ার নুসরতের, টাকা দিয়ে মোদীর সভায় মাঠ ভরিয়েছে বিজেপি!

মানুষ বিজেপির নোট ব্যাঙ্কের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে

টাকা দিয়ে জনসভায় ভিড় জমাচ্ছে বিজেপি! একটি ভিডিও পোষ্ট করে এমন দাবি করলেন তৃণমূল সাংসদ নুসরৎ জাহান। টুইট করে বঙ্গ বিজেপিকে খোঁচা দিয়ে নুসরতের বক্তব্য, বিজেপি টাকা দিয়ে মাঠে লোক আনছে। কিন্তু বাংলার মানুষ বিজেপির নোট ব্যাঙ্কের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে।

এই প্রসঙ্গে একটি ভিডিও পোষ্ট করেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণ বলছেন বিজেপি মিছিলে লোক আনার জন্য টাকা দিয়েছে। জন পিছু ৩০০ টাকা করে দেওয়া হচ্ছে। কিন্তু সেই টাকার লোভ দেখিয়েও বিজেপি নেতারা সবাইকে মিছিলে আনতে পারেননি। ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। (ভিডিওর সত্যতা যাচাই করেনি TheBengalStory.)

সোমবার হুগলির ডানলপ ময়দানে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এই সময় তৃণমূল সাংসদের ট্যুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিকবার অভিযোগ করেছেন, বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী জানিয়ে দেন, বিজেপি টাকা দিলে তা নিয়ে নিন, কিন্তু ভোটবাক্সে উলটে দিন।

 

Comments are closed.