মমতা সরকারে ১৭ নতুন মুখ, ৯ মহিলা মন্ত্রী, রাজভবনে শেষ সংক্ষিপ্ততম শপথ অনুষ্ঠান
পুরোনো মুখের পাশাপাশি নতুন মুখের ছড়াছড়ি। মমতা ব্যানার্জিকে নিয়ে মন্ত্রিসভায় মহিলার সংখ্যা ৯। নতুন মুখ ১৭ জন।
রাজভবনে শপথ ৪৩ জন মন্ত্রীর। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবার সকাল পৌনে ১১ টায় ৬ মিনিটের মধ্যে শপথ পাঠের প্রক্রিয়া শেষ হয়। ভার্চুয়াল মাধ্যমে শপথ নেন অমিত মিত্র এবং ব্রাত্য বসু।
পুরোনো মুখের পাশাপাশি নতুন মুখের ছড়াছড়ি। মমতা ব্যানার্জিকে নিয়ে মন্ত্রিসভায় মহিলার সংখ্যা ৯। নতুন মুখ ১৭ জন।
নতুনদের মধ্যে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি, প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর, কেশপুরের বিধায়ক শিউলি সাহা। পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরিকে এবার প্রতিমন্ত্রী করা হয়েছে।
পূর্ণ মন্ত্রী
সুব্রত মুখার্জি
পার্থ চ্যাটার্জি
অমিত মিত্র
সাধন পান্ডে
জ্যোতিপ্রিয় মল্লিক
বঙ্কিম চন্দ্র হাজরা
মানস ভূঁইয়া
সৌমেন মহাপাত্র
মলয় ঘটক
অরূপ বিশ্বাস
উজ্জ্বল বিশ্বাস
অরূপ রায়
রথীন ঘোষ
ফিরহাদ হাকিম
চন্দ্রনাথ সিনহা
শোভনদেব চ্যাটার্জি
ব্রাত্য বসু
পুলক রায়
শশী পাঁজা
মহম্মদ গুলাম রাব্বানী
বিপ্লব মিত্র
জাভেদ আহমেদ খান
স্বপন দেবনাথ
সিদ্দিকুল্লা চৌধুরী
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
বেচারাম মান্না
সুব্রত সাহা
হুমাযুন কবীর
অখিল গিরি
চন্দ্রিমা ভট্টাচার্য
রত্না দে নাগ
সন্ধ্যারানি টুডু
বুলু চিক বারিক
সুজিত বসু
ইন্দ্রানীল সেন
প্রতিমন্ত্রী
দিলীপ মন্ডল
অক্রূজম্মান
শিউলি সাহা
শ্রীকান্ত মাহাত
ইয়াসমীন সাবিনা
বীরবাহ হাঁসদা
জোৎস্না মান্ডি
পরেশচন্দ্র অধিকারী
মনোজ তিওয়ারি
Comments are closed.