চলতি বছরের মে মাসেই ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফের একবার ঝাড়গ্রাম যাচ্ছেন তিনি। নবান্ন সূত্রে এমনটাই খবর। নদিয়া সফর চলাকালীনই জানা গিয়েছে, আগামী ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে বিনপুর-২ ব্লকের বেল পাহাড়িতে একটি সভা করবেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে দাবি, মুখ্যমন্ত্রীর এবারে সফর শুধু মাত্র বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যেই। ওখানে উপস্থিত থেকে জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। জানা গিয়েছে, মঙ্গলবারই মুখ্যমন্ত্রীর সফর নিয়ে সরকারি পর্যায় একটি বৈঠক হয়েছে। এবারে একদিনের জন্যই ঝাড়গ্রাম যাচ্ছেন তিনি। বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে গেলেও তৃণমূল সূত্রে খবর, ওই সভামঞ্চ থেকে আদিবাসী সম্প্রদায়ের জন্য বেশ কিছু প্রকল্পও ঘোষণা করতে পারেন তিনি।
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। নদিয়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর সভায় পঞ্চায়েত ভোটের কথা উঠে এসেছে। তৃণমূল নেত্রীর ঝাড়গ্রাম সফরেও যে পঞ্চায়েত প্রসঙ্গ উঠে আসবে তা এক প্রকার নিশ্চিত। নদিয়ার সভা থেকে বিরোধীদের আক্রমণের পাশপাশি দলের অন্দরের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা দিয়েছিলেন মমতা ব্যানার্জি। ঝাড়গ্রাম সফরে তৃণমূল নেতা-কর্মীদের তিনি কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Comments are closed.