প্রজাতন্ত্র দিবসে দিল্লির দেড় কিলোমিটার রাজপথ সেজে উঠবে বাংলার পটশিল্পীদের বীর সংগ্রাম পটচিত্রে

সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথ সেজে উঠবে বাংলার পটশিল্পে। পশ্চিম মেদিনীপুরের পিংলার পটশিল্পীদের শিল্পকলায়। ৩৬ জন শিল্পীর বীর সংগ্রামের পটচিত্রের কাজ শোভা পাবে স্বয়ং প্রধানমন্ত্রীর সামনে। প্রায় দেড় কিলোমিটার পথ সেজে উঠবে পটশিল্পে।খুশির হাওয়া পিংলার পটশিল্পীদের মুখে।

কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে নেতাজি সুভাষচন্দ্রের ওপর এক পটচিত্র তৈরি করেছিলেন বাহাদুর পটুয়া। নেতাজির জন্ম থেকে তাঁর স্বাধীনতা সংগ্রাম, সবটাই ফুটিয়ে তোলা হয়েছিল পটচিত্রে। তা নজর পড়ে প্রধানমন্ত্রীর চোখে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় বাহাদুরের। এর কয়েকদিন পরেই প্রধানমন্ত্রীর দফতর থেকে সরাসরি ফোন পান বাহাদুর। প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথ বীর সংগ্রামীদের পটচিত্রে সাজিয়ে তোলার প্রস্তাব পান তিনি।

খুব গর্বিত বোধ করছেন পটশিল্পীরা। একটা সময় ছিল যখন গ্রাম বাংলার পটশিল্পীরা নিজের পটচিত্র নিয়ে গান করে রোজগার করতেন। কিন্তু এখন সময় বদলেছে। পটশিল্পের কদর বেড়েছে। তাই খুশি পটশিল্পীরা।

Comments are closed.