কৌশিকী অমাবস্যার পরের দিনও তারাপীঠে ভক্তদের ভিড়, কঠোর নিরাপত্তা স্থানীয় প্রশাসনের

কৌশিকী অমাবস্যার পরের দিনও তারাপীঠে ভক্তদের ভিড়। শনিবার সকাল থেকে তারাপীঠ মন্দির চত্ত্বরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। শুক্রবার কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে প্রচুর ভক্তরা ভিড় জমিয়েছেন।

২ বছর করোনা আতঙ্ক কাটিয়ে মায়ের পায়ে পুজো দিতে অগণিত ভক্ত জড়ো হয়েছেন শক্তিপীঠ তারাপীঠে। কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় মন্দিরে। তারাপীঠ চত্ত্বর জুড়ে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে, প্রশাসনের পক্ষ থেকে শতাধিক সিসিটিভি লাগানো হয়েছে। এমনিতেই শনিবার তারা মায়ের বিশেষ পুজো হয়। কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ভক্তদের জন্য শুক্র ও শনিবার পরপর ২ দিন সারা রাত্রি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। শনিবার দুপুর ১টা পর্যন্ত অমাবস্যা রয়েছে। তাই কৌশিকী অমাবস্যার পরের দিন ও শনিবার বিশেষ পুজো দেখতে চান ভক্তরা। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা এদিনও পুজো দিচ্ছেন।

Comments are closed.