আগামী ২ অক্টোবর, মহালয়ার দিন রাজ্যজুড়ে ভার্চুয়াল মাধ্যমে দুর্গা পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন ১ অক্টোবর লেক টাউনে শ্রীভূমির পুজো উদ্বোধন করবেন মমতা। সেখান থেকেই অগ্নিনির্বাপণ দফতরের ৫০টি বাইক, দমকল সহ একাধিক নয়া পরিকাঠামোর উদ্বোধনও করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
২ অক্টোবর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীর পুজো উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। ওই দিনই ভার্চুয়াল মাধ্যমে জেলার পুজোরও উদ্বোধন করবেন তিনি। ২০২৩ সালে ভার্চুয়াল মাধ্যমে এক হাজারের বেশি পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারও এই সংখ্যা এক হাজারের কাছাকাছি যেতে পারে বলেই প্রশাসনিক সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে বার্তা পাঠানো হয়েছে নবান্নের তরফে। তাতে বলা হয়েছে, ২ অক্টোবর বিকেল পাঁচটায় ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ফলে কোন কোন পুজো মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন, তার একটি তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।
মাস খানেক আগে থেকেই পুজো উদ্বোধনের অনুরোধ জানিয়ে চিঠি আসতে শুরু করেছিল মুখ্যমন্ত্রীর দফতরে। প্রত্যেক বছরের মতো এবছরও একইভাবে কলকাতা সহ জেলার পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কলকাতার একের পর এক দুর্গা পুজোর উদ্বোধন করবেন তিনি।
Comments are closed.