দু’দিনের ভারত সফরে প্রথম দিনেই গান্ধীজিকে স্মরণ করে সবরমতী আশ্রমে চরকায় সুতো কাটলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি
ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আর এদেশে এসেই গান্ধীজিকে স্মরণ করতে সবরমতি আশ্রমে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে চরকায় সুতো কাটেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। দুদিনের ভারত সফরে এসেছেন বরিস জনসন। ২১ আর ২২ তারিখে ভারতে থাকবেন তিনি। এই দুদিনের ভারত সফরে প্রথম দিনেই নরেন্দ্র মোদীর খাসতালুক গুজরাটে যান তিনি। জানা গিয়েছে, শুক্রবার দিল্লিতে যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা বরিস জনসনের।
বৃহস্পতিবার সবরমতি আশ্রমের ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় গান্ধীজির লেখা একটি বই। বইটি তৎকালীন ব্রিটিশ অ্যাডমিরালের মেয়ে মেডেলেইন স্লেইনের বায়োগ্রাফি। যিনি গান্ধীজির শিষ্য ছিলেন। পরবর্তীকালে মীরাবাঈ নাম নিয়েছিলেন মেডেলেইন স্লেইন। সারাজীবন তিনি সবরমতি আশ্রমেই থেকে যান। সবরমতি আশ্রমে এসে বরিস জনসন জানান, এত সাধারণভাবে একজন মানুষ জীবন ধারণ করতেন। কী ভাবে তিনি নিজের আদর্শ ও অহিংসার পথ দিয়ে গোটা বিশ্বের মানুষের কাছে পরিচিত পেয়েছে, তা এখানে না এলে বুঝতেই পারতাম না।
Comments are closed.