মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষ্যে সরকারী ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ৩০ মার্চ রাজ্যে সরকারি ছুটি। আবির্ভাব তিথি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার মতুয়াদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানা গিয়েছে। ২৯ তারিখ মতুয়াদের ধর্মমহামেলা উপলক্ষ্যে হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানাবেন মোদী। আর এবার রাজ্য সরকারী ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।
মধুকৃষ্ণ ত্রয়োদশীতে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে ধর্ম মহামেলার আয়োজন করা হয়। করোনার জন্য ২০২০ সালে মেলা বন্ধ ছিল। ২০২১ সালেও করোনার জন্য আড়ম্বরহীন ভাবে এই মেলার আয়োজন করা হয়েছিল। এই বছর ফের আয়োজন করা হয়েছে ধর্ম মেলার। রাজ্য সরকার হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে আগে ১০ এপ্রিল ছুটি ঘোষণা করেছিল। কিন্তু মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস পালিত হয়। সেই অনুযায়ী ১০ এপ্রিল নয়, ৩০ মার্চ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে কেন্দ্রের তরফ থেকে একাধিক কর্মসূচী নেওয়া হয়েছে। জলপাইগুড়ি থেকে বনগাঁ পর্যন্ত ১৫টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এছাড়াও আন্দামান থেকে আসা মতুয়াদের জন্য বিশেষ জাহাজের বন্দোবস্ত করা হয়েছে। এই নিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তুনু ঠাকুর টুইট করে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। উল্লেখ্য, হরিচাঁদ ঠাকুর জন্ম নিয়েছিলেন ১৮১২ সালের ১১ মার্চ। তাঁর মৃত্যুও মার্চ মাসের ৫ তারিখ ১৮৭৮ সালে। সমাজের পিছিয়ে পড়া মতুয়া সম্প্রদায়ের উন্নয়নে কাজ করেছেন তিনি।
Comments are closed.