বিশ্ব পরিবেশ দিবসে অনুষ্ঠান রাজ্যজুড়ে। বিশ্ব পরিবেশ দিবসে শহরের বুকে বিভিন্ন স্থানে ২৭৪টি গাছ লাগাল কলকাতা পুরসভা। কলকাতা পুরভবনের সামনে বুধবার পরিবেশ দিবসের বিশেষ অনুষ্ঠান হয়। এদিন পরিবেশ নিয়ে একটি জনসচেতনতায় পদযাত্রার আয়োজন করা হয়েছিল। সেখানে পা মেলান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পরিবেশ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ অনেকে। এর পাশাপাশি গোটা রাজ্যেই পরিবেশ দিবস পালিত হয় নানা কর্মসূচির মাধ্যমে।
কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, শহরে বর্ষায় মোট ৪০ হাজার গাছ লাগানো হবে। তবে, মূল শহরের পাশাপাশি বৃক্ষরোপণের জন্য ইএম বাইপাসকে বেছে নেওয়া হবে। এছাড়াও, বাসন্তী হাইওয়ের ধারে গাছ লাগানো হবে বলে ঠিক হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এদিন পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
Comments are closed.