২০২১-বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আলোচনার কেন্দ্রে ছিলেন গৌতম আদানি। সম্মেলনে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন। রাজ্যে আরও একবার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আদানি গোষ্ঠী। সোমবার মন্ত্রীসভার বৈঠক শেষে এমনটাই জানালেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি। সিলিকন ভ্যালির টেক পার্কে বিপুল টাকার বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী।
এদিন পার্থ চ্যাটার্জি জানান, সিলিকন ভ্যালিতে ডেটা সেন্টার তৈরি করবে গৌতম আদানির সংস্থা। সেই উদ্দেশ্যে তাদের ৫১.৭৫ একর জমি ৯৯ বছরের জন্য লিজে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এই মর্মে ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাস হয়েছে। ডেটা সেন্টারকে কেন্দ্র করে বিপুল কর্ম সংস্থানও তৈরি হতে চলেছে।
শুধু ডেটা সেন্টারই নয়, খড়গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে তৈরি হবে সাইকেল হাব। মোট চারটি কোম্পানি সাইকেল তৈরির কারখানায় বিনিয়োগ করবে। জানান পার্থ চ্যাটার্জি। সাইকেল কারখানাতেও অসংখ্য নিয়োগ হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।
উল্লেখ্য, কয়েকদিন আগে পশ্চিম মেদনীপুরে প্রশাসনিক সভা থেকে সাইকেল হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই দিন কয়েকজন শিল্পমন্ত্রীর সঙ্গে সরাসরি কথাও বলেন তিনি। এবার সেই ঘোষণায় বাস্তবায়িত হতে চলেছে। জানা গিয়েছে চারটি কোম্পানি মিলে প্রাথমিকভাবে ১১০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে।
Comments are closed.