এবার থেকে সপ্তাহে একদিন ‘নো এন্ট্রি’ থাকবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। এমনই নির্দেশিকা জারি হয়েছে বনদফতরের তরফে। এপ্রিল থেকেই লাগু হবে এই নিয়ম। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর অপূর্ব সেন জানিয়েছেন, সপ্তাহে একদিন বক্সা জঙ্গলে পর্যটকরা যেতে পারবেন না। পর্যটকদের জন্য বন্ধ থাকবে সাফারিও।
পর্যটকদের কোলাহল থেকে বাঘ ও অন্যান্য প্রাণীদের স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রচুর মানুষ উত্তরবঙ্গের ডুয়ার্সে বেড়াতে গেলে ঘুরতে যান বক্সা ব্যাঘ্র প্রকল্পে। শুধু বক্সা এলাকার বাসিন্দারা ভিতরে থাকতে পারবেন। দেশের অন্যান্য ব্যাঘ্র প্রকল্পে সপ্তাহে একদিন করে জঙ্গলে নো এন্ট্রি থাকলেও বক্সা ব্যাঘ্র প্রকল্পে চালু ছিল না এই নিয়ম। এবার এপ্রিল থেকে এখানেও সপ্তাহে একদিন করে থাকবে নো এন্ট্রি।
উল্লেখ্য, সোমবার ডুয়ার্সের বক্সার জঙ্গলে ছাড়া হয়েছে স্পটেড ডিয়ার প্রজাতির হরিণ। ১০৪ টি হরিণ ছাড়া হয় বক্সা জঙ্গলে। ভবিষ্যতে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে বাইরে থেকে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য বন দফতর। আর তাই বাঘেদের খাবারের জন্যই ওই জঙ্গলে হরিণ ছাড়ার পরিকল্পনা করেছে বন দফতর। এর আগেও ১৭ মার্চ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ৮৬ টি হরিণ ছাড়া হয়েছিল।
Comments are closed.