টানা বৃষ্টিতে পাহাড়ে ধস। উত্তরবঙ্গের পাশাপাশি অবস্থা জটিল সিকিমের। দক্ষিণ সিকিমে সমরডুংয়ের কাছে পাহাড় থেকে এক ওষুধ কোম্পানির বাসের ওপর পাথর এসে পড়ে। বাসটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং চারজন গুরুতর আহত হয়েছে। অন্যদিকে বুধবার শিলিগুড়ি থেকে সিকিম গামী ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। দীর্ঘক্ষণ ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার রাতে বালাসন নদীর উপর হিউম পাইপ দিয়ে তৈরি অস্থায়ী ব্রিজের ভেসে যায়। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। গত দ’দিন ধরে লাগাতার বৃষ্টির ফলে জল বেড়েছে তিস্তা নদীর৷ দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বর্ষার শুরুতেই তিস্তায় জল বাড়ায় চিন্তিত জেলা পুলিশ৷ কোচবিহারের তোর্সা, কালজানি, গদাধর, রায়ডাক নদীরও জলস্তর বেড়েছে। তার জেরে আশঙ্কায় রয়েছেন নদীর দুই পাড়ের বাসিন্দারা।
উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি চলতে থাকায় রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও সরকারি সংস্থাকে সতর্কবার্তা পাঠিয়েছে আবহাওয়া দফতর। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। ডুয়ার্সেও শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। ডুয়ার্সের গয়েরকাটা এলাকায় বৃষ্টির জমা জলে চরম দুর্দশা অবস্থা সাধারণ মানুষের। গভীর রাত থেকে ঘরে ঢুকতে শুরু করেছে বৃষ্টির জল।
Comments are closed.