উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের মুখে জোর ধাক্কা খেল গেরুয়া শিবির। দল ছাড়লেন যোগী মন্ত্রিসভার সদস্য স্বামীপ্রসাদ মৌর্য। আর তারপরেই দল ছাড়েন তিন বিজেপি বিধায়ক রোশনলাল শর্মা, ব্রিজেশ প্রজাপতি, ভগবতী সাগর। তাৎপর্যপূর্ণ বিষয়, দলত্যাগী তিন বিধায়ক ছাড়াও স্বামীপ্রাসাদের সঙ্গে আরও ৬ জন বিজেপি বিধায়ক মিটিং করেছেন। যার ফলে তাঁদের ভবিষৎ রাজনৈতিক গন্তব্য নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে। এদিকে স্বামীপ্রাসাদের দল ছাড়ার পরেই ছবি পোস্ট করে তাঁকে স্বাগত জানিয়েছেন অখিলেশ সিংহ যাদব।
দল ত্যাগের পরেই বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন স্বামীপ্রসাদ। তিনি বলেন, কখনই বিজেপির সঙ্গে আমার আদর্শ মিলত না। তা সত্ত্বেও মন্ত্রী সভায় কাজ করেছি। তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, দলিত, পিছিয়ে পড়া মানুষ, বেকার যুবক-যুবতী, ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি বিজেপি দীর্ঘ দিন অবহেলা করে আসছে। এর প্রতিবাদেই আমি দল ছাড়তে বাধ্য হই।
উল্লেখ, ২০১৬ সালে মায়াবতীর দল ছেড়ে বিজেপিতে যোগ দেন স্বামীপ্রসাদ। অনগ্রসর শ্রেণীর নেতা হিসেবে উত্তরপ্রদেশের রাজনীতিতে তিনি অত্যন্ত পরিচিত মুখ। যোগী মন্ত্রিসভায় শ্রমমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি।
Comments are closed.