আমার মনে হয় রাজ্যের নতুন বিজেপি সভাপতির অপরিণত মস্তিষ্ক। নয়া বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে এমন মন্তব্য খোদ বিজেপি বিধায়কের। রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, নতুন বিজেপির রাজ্য সভাপতি কীভাবে রাজ্য সামলাবেন জানি না। তাঁর মতে কোনও অভিজ্ঞ মানুষকে এই দায়িত্ব দিলে ভালো হত।
দিলীপ ঘোষের জায়গায় রাজ্যের নতুন বিজেপি সভাপতি হয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। কিন্তু সেই দায়িত্ব কতটা সামলাতে পারবেন সুকান্ত মজুমদার। সেই নিয়ে চিন্তায় আছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক। কয়েকদিন আগেই সাংবাদিক সম্মেলন করে দলের কাজ করা থেকেও বিরত থাকার কথা জানান কৃষ্ণ কল্যাণী। তিনি জানিয়েছেন, রায়গঞ্জের বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ষড়যন্ত্র করেছিলেন তাঁর বিরুদ্ধে। কিন্তু রায়গঞ্জের মানুষ এর জবাব দিয়েছে।
অন্যদিকে কৃষ্ণ কলাণির দলবদলের সম্ভাবনাও প্রবল হচ্ছে। তিনি আগেই জানিয়েছিলেন কথাবার্তা চলছে। খুব শীঘ্রই একটা সিদ্ধান্তে নেব।
Comments are closed.