আকাশে ঘুড়ির মতন উড়ছেন এক ব্যক্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে। আকাশে ঘুড়ির মতন উড়ছেন এক ব্যক্তি। তিনি ধরে আছেন একটি দড়ি। উড়তে উড়তে মাঝ আকাশে চলে গেছেন তিনি। জানা গেছে, ওই ব্যক্তি শ্রীলঙ্কার বাসিন্দা।
யாழில் இளைஞனை பட்டம் இழுத்து உயரத்துக்கு தூக்கிச் சென்ற பரபரப்புக் காட்சிகள் இதோ!! இளைஞன் கீழே விழுந்து கால்முறிந்து படுகாயம்!! pic.twitter.com/3IHknsNAY4
— SANGAR/வீரசைவன் (@UMASANGAR8) December 21, 2021
জানা গিয়েছে, ওই দেশে একটি ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা চলছিল। দল ভাগ করে সেখানে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা চলে। সেখানে ওই ব্যক্তি নিজের দলের সঙ্গে একটি বড় ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছিলেন। একটা সময় দেখা যায়, একটি বড় ঘুড়ি ওড়াতে গিয়ে তিনি আকাশে উড়তে শুরু করেন। তিনি ঘুড়ির সঙ্গে ৩০ ফুট ওপরে উঠে যান। তা দেখে সকলে সকলে অবাক হয়ে যান। অনেকটা সময় আকাশে ভেসে থাকার পর আর নামতে পারবেন না বুঝতে পেরে, ঘুড়ির দড়ি থেকে হাত ছেড়ে দেন এবং মাটিতে পড়ে যান তিনি। খুব সামান্য আঘাত পেয়েছেন তিনি বলেই জানা গিয়েছে। কিন্তু নিমেষেই এই ভিডিও ভাইরাল হয়ে যায়। আর কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেন ওই ভিডিও।
Comments are closed.