তৃণমূলের ‘এক ব্যক্তি এক পদ’ নীতি মেনে ছয় মন্ত্রী সহ সাংগঠনিক দায়িত্ব থেকে সরানো হয়েছে বহু হেভিওয়েট নেতাকে। এই নিয়ে মঙ্গলবার টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
তিনি জানিয়েছেন, ২ মাস আগে ৫ জুন এক ব্যক্তি এক পদ নীতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল। অবশেষ রাজ্যের শহর থেকে জেলাজুড়ে সেটি বাস্তবায়িত করতে পেরে আমরা গর্বিত।
Two months back on 5th June @AITCofficial decided to take a new step towards effective leadership. We are immensely proud to have successfully implemented the #OnePersonOnePost policy across state & district levels for WB.
I wholeheartedly congratulate all new appointees!
— Abhishek Banerjee (@abhishekaitc) August 17, 2021
এদিন টুইটে অভিষেক ব্যানার্জি নতুনভাবে যাদের নিয়োগ করা হয়েছে তাঁদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
তৃণমূলের ‘এক ব্যক্তি এক পদ’ নীতি মেনে মলয় ঘটক, জ্যোতিপ্রিয় মল্লিক, স্বপন দেবনাথ, সৌমেন মহাপাত্র, অরূপ রায় ও পুলক রায়কে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাদ গিয়েছেন নদিয়ার জেলা সভাপতি, সাংসদ মহুয়া মৈত্র এবং কলকাতা উত্তরের সাংসদ সুদীপ ব্যানার্জি। কলকাতার উত্তরে সভাপতি করা হয়েছে বিধায়ক তাপস রায়কে। দক্ষিণে আগের সভাপতি দেবাশিস কুমারই দায়িত্বে থাকছেন।
Comments are closed.