পুজোর পর হুড়হুর করে বেড়েছে পেঁয়াজের দাম। বাজারে কার্যত মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। কোথাও কোথাও পেঁয়াজের দাম কেজি প্রতি ৮০ টাকা। আবার কোথাও সেঞ্চুরি হাঁকিয়েছে। সারা দেশেই পেঁয়াজের দামে যেন আগুন লেগেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে উদ্বিগ্ন নবান্ন। পেঁয়াজের কালোবাজারি রুখতে এবার রাজ্যের বিভিন্ন বাজারে অভিযান চালাল টাস্ক ফোর্স।
নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার স্থানীয় থানাকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্সের প্রতিনিধিরা কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চালায়। ব্যবসায়ীদের পাশাপশি সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন টাস্ক ফোর্সের সদস্যরা। বিভিন্ন বাজার ঘুরে দেখেন তাঁরা।
রাজ্যে পেঁয়াজ চাষ হয় না। বাংলায় পেঁয়াজ আমদানি হয় মহারাষ্ট্রের নাসিক থেকে। জানা গিয়েছে সেখানকার ব্যবসায়ীদের ধর্মঘটের জেরেই পেঁয়াজের দাম এই হারে বেড়েছে। টাস্ক ফোর্সের এক সদস্য জানিয়েছেন, আপাতত এই অভিযান চলবে রাজ্যের বিভিন্ন বাজারে। তবে মনে করা হচ্ছে শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আগামী ১০-১৫ দিনের মধ্যে পেঁয়াজের দাম কমবে।
Comments are closed.