স্কুল শিক্ষকরা রাজ্যের অনলাইনে পোর্টাল ‘উৎসশ্রী’ মাধ্যমে বদলির আবেদন করেন। এবার কলেজের অধ্যাপকদের জন্যও তৈরি হচ্ছে নতুন পোর্টাল। ‘উৎসশ্রী’র ধাঁচেই অধ্যাপকরা অনলাইনে পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন। শুক্রবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায়, বদলি প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার জন্যই এই সিদ্ধান্ত। এতে অধ্যাপক, অধ্যাপিকারও উপকৃত হবেন।
এদিন সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামাঙ্কিত ‘উৎসশ্রী’ পোর্টালটা শিক্ষিকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এই ক’মাসে প্রায় ৩৪ হাজার শিক্ষক, শিক্ষিকা অনলাইন পোর্টালের মাধ্যমে বদলি নিয়েছেন। উৎসশ্রীর সফলতা দেখে কলেজের অধ্যাপকেদের জন্যও অনলাইন পোর্টালে বদলির ব্যবস্থা চালু করা হচ্ছে। তিনি আরও বলেন, পোর্টালের কাজ প্রায় শেষের পথে। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী দেখিয়ে তা চালু করা হয়ে যাবে। সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের অধ্যাপকরাই এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন বলে জানান তিনি।
Comments are closed.