অভিনব প্রতিবাদ বিরোধী জোট INDIA’র; মণিপুর ইস্যুতে ষষ্ঠ দিনেও উত্তাল সাংসদ 

ষষ্ঠ দিনেও মণিপুর নিয়ে বিজেপি বিরোধী জোট অভিনব প্রতিবাদের রাস্তায় হাঁটল। এদিন বিরোধী ২৬ টি দলের সাংসদরা কালো পোশাক পরে সংসদে আসেন। শুধু তাই নয়, অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রী বক্তব্য রাখতে শুরু করলেই ‘ইন্ডিয়া’ স্লোগান দিতে শুরু করে বিরোধী সাংসদরা।

এদিন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে, লোকসভার বৃহত্তম বিরোধী দলনেতা অধীর চৌধুরী, তৃণমূলের রাজ্যসভা ও লোকসভার নেতা ডেরেক ও’ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন বিরোধী সাংসদেরা কালো পোশাক পরে এদিন প্রতীকী প্রতিবাদে সামিল হন।

মণিপুরের হিংসার ঘটনা নিয়ে বুধবারই সংসদে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী জোট। সেই সঙ্গে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিরোধী জোটের একটি প্রতিনিধি দল মণিপুর যেতে পারে পরিস্থিতি খতিয়ে দেখতে।

জানা গিয়েছে, সংসদের বাদল অধিবেশন শেষ হলেই মণিপুর যাওয়ার পরিকল্পনা রয়েছে বিরোধী জোটের প্রতিনিধিদের। আর এসবের মধ্যেই বাদল অধিবেশনের ষষ্ঠ দিনেও মণিপুর নিয়ে উত্তাল হয়ে উঠল লোকসভা এবং রাজ্যসভা।

Comments are closed.