দু-এক কাপ চা কম খান। পাক নাগরিকদের কাছে এমনই অদ্ভুদ আবেদন করলেন সে দেশের এক মন্ত্রী। আর এই আজব আবেদন প্রকাশ্যে আসতেই নেট পাড়ায় হাসাহাসি শুরু হয়েছে। সেই সঙ্গে অনেকেই প্রশ্ন করছেন, কেনই বা এমন আবেদন করে বসলেন মন্ত্রী মশাই?
ইমরান খানের বিদায়ের পর পাকিস্তানের সরকার চালাচ্ছে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট। সেই জোটেরই প্রবীণ মন্ত্রী এদিন দেশের নাগরিকদের চা পান কম করার আবেদন করেন। তিনি বলেন, দেশবাসীর কাছে আবেদন জানাই তাঁরা যেন দু’এক কাপ চা কম পান করেন। কারণ, পাকিস্তান ঋণ নিয়ে চা অবদানি করে থাকে। অর্থ্যাৎ চা আমদানি করতে একটা বড় অঙ্কের টাকা খরচ হয় পাকিস্তানের।
পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কার্যত তলানিতে। ইমরান খানের পর নতুন সরকারের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি। পরিসংখ্যান বলছে, দেশের বৃহত্তম চা আমদানিকারক দেশ হল পাকিস্তান। গত বছর ৬০ কোটি ডলারের বেশি টাকার চা আমদানি করেছে পাকিস্তান। এই অবস্থায় দেশের বেহাল অর্থনৈতিক অবস্থাকে সামাল দিতে নাগরিকদেরই এগিয়ে আসার আবেদন করলেন পাক মন্ত্রী। আর সেই লক্ষ্যেই তাঁর এই আর্জি। যদিও পাক মন্ত্রীর এই আর্জি নিয়ে বিস্তর সমালোচনারও ঝড় উঠেছে। তবে এই আজব আবেদন প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি ওই প্রবীণ মন্ত্রী।
Comments are closed.