পামেলা কাণ্ডে নয়া মোড়। প্রবীর দে পামেলাকে মাদক খাওয়ায়, গতবছর পুলিশকে চিঠি লিখে এমনই অভিযোগ করেছিলেন পামেলার বাবা। প্রকাশ্যে এলো এমনই চাঞ্চল্যকর দাবি।
এদিকে মাদক কাণ্ডে ধৃত পামেলার পরিবারকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের সময় তাঁর আইনজীবীকেও থাকার অনুমতি দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
মেয়ে মাদকাসক্ত বলে বছর খানেক আগেই পুলিশে অভিযোগ জানিয়েছিলেন পামেলার বাবা কৌশিক গোস্বামী। ২০২০ সালের ৮ এপ্রিল লেখা সেই চিঠিতে পামেলার বাবা কৌশিক গোস্বামী অভিযোগ করেন, প্রবীরকুমার দে নামে এক ব্যক্তি তাঁর মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছেন। পামেলাকে প্রথমে ব্যবসার অংশীদার করেন প্রবীর তারপর তাঁকে মাদকাসক্ত করে তোলেন, বলে কৌশিকের অভিযোগ ছিল।
বিজেপি সূত্রে খবর, এ মাসেই পামেলাকে বিজেপি যুব মোর্চা শো কজের চিঠি দেয়। সেই চিঠির উত্তর দেওয়ার জন্য ৩ দিন সময় দেওয়া হয়েছিল। এখনও উত্তর আসেনি।
এত দ্রুত পামেলাকে কীভাবে দলের এত গুরুত্বপূর্ণ পদ দেওয়া হল? সেই বিষয়ে বিজেপির অন্দরে চাপানউতোর চলছে। যুব মোর্চার দায়িত্বে থাকা সৌমিত্র খানের অবশ্য দাবি, পামেলার মনোনয়ন নিয়ে কোনও সমস্যা ছিল না। সবমিলিয়ে কোকেন কাণ্ডে দিশেহারা অবস্থা বঙ্গ বিজেপির।
Comments are closed.