মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু পঞ্চায়েত ভোট গণনা; হাজির থাকবে কেন্দ্রীয় বাহিনী 

পঞ্চায়েত ভোটের গণনা শুরু মঙ্গলবার সকাল ৮টায়। মোট ২২টি জেলার ৩৩৯টি কেন্দ্রে ভোট গণনা হবে। কমিশন সূত্রে খবর, প্রতিটি ভোট কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার কথা। তবে কেন্দ্র প্রতি কত সেনাবাহিনী থাকবে তা এখনও জানা যায়নি। তবে প্রতিটি কেন্দ্রে কমিশনকে এক কোম্পানি করে বাহিনী মোতায়েন করতে নির্দেশ দিয়েছে বিএসফের আইজি।

কমিশনের তরফে জানা গিয়েছে, প্রথমে গ্রাম পঞ্চায়েতের আসনগুলোতে গণনা হবে, এরপরে পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলাপরিষদে গণনা হবে। 

শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোট শেষ হয়েছে। সোমবার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হয়েছে। ভোট মিটলেও পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এদিকে ভোটে অশান্তি নিয়ে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা রাজ্যের শাসকদলের দাবি, ভোটে পরাজয় জেনেই অশান্তি করতে চাইছে বিরোধীরা। 

Comments are closed.