মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে চান পার্শ্ব শিক্ষকরা। প্রাথমিক স্কুল শিক্ষকরা এই দায়িত্ব পালন করতে পারলে, তাঁরা কেন পারবেন না। এই প্রশ্ন তুলে মধ্যশিক্ষা পর্ষদের কাছে দ্বারস্থ হয়েছেন পার্শ্ব শিক্ষকরা। তাঁদের দাবি, মাধ্যমিক পরীক্ষার গার্ড দেওয়ার দায়িত্ব দেওয়া হোক অথবা সবেতন ছুটি দেওয়া হোক। পার্শ্ব শিক্ষকদের দাবি, উত্তর দিনাজপুরে প্রাথমিক শিক্ষকরা যদি মাধ্যমিক পরীক্ষার গার্ড দিতে পারে, তবে তাঁদেরকেও এই সুবিধা দিতে হবে।
পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ জানিয়েছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ক্লাস করাতে হয় তাঁদের। এর আগে ২০১৯ সালেও মাধ্যমিকে গার্ড দিয়েছেন পার্শ্ব শিক্ষকরা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই বছরেও গার্ড দিতে পারবেন তাঁরা বলে জানিয়েছেন ভগীরথ ঘোষ। তিনি দাবি করেছেন, গার্ড দিতে না দিলে সবেতনে ছুটি দেওয়া হোক। কারণ পরীক্ষা চলাকালীন স্কুলে অন্য কোনও ক্লাস নিতে হয়না। তাই সবেতনে ছুটির আবেদন করেছেন তাঁরা। অন্যদিকে এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষার সময় গার্ড দেওয়ার কাজ ছাড়াও অন্য কাজ থাকে পার্শ্ব শিক্ষকরা সেইসব কাজ করতে পারেন।
অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ভাবে করার জন্য এই বার পরীক্ষা কেন্দ্রে পুলিশ ও আশাকর্মীদের থাকার কথা বলা হয়েছে।
Comments are closed.