কলকাতায় বাড়ছে পার্কিং ফি। সাইকেল, বাইক, লরি সহ সব ধরণের যান বাহনের ক্ষেত্রে পার্কিং ফি বাড়ছে। পুরসভার আয় বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্কিং ফি বেড়ে গিয়েছে দ্বিগুন ও তিন গুন।
দিনের বেলায় সব ধরণের গাড়িতেই আগে যা পার্কিং ফি ছিল, এর থেকে দ্বিগুন ও তিন গুন বেশি ফি নেওয়া হবে। ১ ঘন্টার জন্য পার্কিং ফি ১০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ টাকা। ৫ ঘন্টার জন্য সেই ফি ১৬০ টাকা। ৫ ঘন্টা পর গাড়ি রাখলে দিতে হবে ঘন্টায় ১০০ টাকা করে। মোটরবাইকের ক্ষেত্রেও পার্কিং ফি বেড়ে হয়েছে ৫ টাকা থেকে ১০ টাকা প্রতি ঘন্টায়। ৫ ঘন্টা বাইক রাখলে দিতে হবে ৮০ টাকা। এরপর প্রতি ঘন্টায় দিতে হবে ৫০ টাকা করে।
এই বিষয়ে পরিবহণ মন্ত্রী দেবাশিস কুমার জানান, ১২ বছর পার্কিং ফি বাড়ানো হয় নি। তাই এইবার বাড়ানো হল পার্কিং ফি। তিনি আরও বলেন গাড়ির সংখ্যা বাড়ছে। এরফলে রাস্তায় গাড়ি পার্কিং করছে সাধারণ মানুষ। আর এতেই দূষণের মাত্রা বাড়ছে।
Comments are closed.